1. news@saradeshsangbad.online : সারাদেশ সংবাদ : সারাদেশ সংবাদ
  2. info@www.saradeshsangbad.online : সারাদেশ সংবাদ :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার  জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি- মাসুদ,সেক্রেটারি -জামিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন জবি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত আমেরিকার শীর্ষ পাঁচ টি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন জবি রসায়নের শীতল জবি রসায়নের প্রতীতি সাহা পেলেন আমেরিকার শীর্ষ ৮ বিশ্ববিদ্যালয়ে ডাক ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা জবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা

সারাদেশ সংবাদ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সাউথ স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের (জিএসএসআরসি) উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধ পরবর্তী: আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব’ শীর্ষক একাডেমিক আলোচনা।

সোমবার (৩০ জুন ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আয়োজিত এই আলোচনা সভায় জাতীয় ও আন্তর্জাতিক ভূরাজনীতির প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় জিএসএসআরসি উপপরিচালক ড. মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। তিনি  বলেন, “শিয়া-সুন্নি বিভেদ থেকে মুসলিম সম্প্রদায়কে বেরিয়ে আসতে হবে। আন্তঃসম্প্রদায়িক বিরোধ মুসলিম সমাজে তুলনামূলকভাবে বেশি দেখা যায়, যা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলছে। একত্রিতভাবে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, “মার্কিন-ইসরায়েলি স্বার্থ এখন এক সুতোয় গাঁথা। তেল সম্পদ ও আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে ইরানকে কেন্দ্র করে একটি কৌশলগত সঙ্কট তৈরি করা হচ্ছে। অন্যদিকে চীন ও রাশিয়ার সমর্থন নিয়ে ইরান মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তি সমীকরণ তৈরি করছে, যা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে।” এছাড়াও তিনি বলেন, “এই সংঘাত যদি প্রকৃত যুদ্ধের রূপ নেয়, তাহলে গোটা অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, বিশেষ করে তেলের বাজারে এর প্রতিক্রিয়া ব্যাপক হতে পারে।”

প্যানেল আলোচনায় অংশ নিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “ইরানের ইসলামি বিপ্লবের পর থেকেই ইসরায়েলি আগ্রাসনের সূচনা। মুসলিম বিশ্বকে অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বলেন, “গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধসংক্রান্ত তথ্য প্রচারে গণমাধ্যম যেভাবে জনমত প্রভাবিত করে, তা প্রায়শই বিশেষ এজেন্ডার দিকে ঝুঁকে পড়ে।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন জিএসএসআরসি পরিচালক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট