1. news@saradeshsangbad.online : সারাদেশ সংবাদ : সারাদেশ সংবাদ
  2. info@www.saradeshsangbad.online : সারাদেশ সংবাদ :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার  জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি- মাসুদ,সেক্রেটারি -জামিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন জবি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত আমেরিকার শীর্ষ পাঁচ টি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন জবি রসায়নের শীতল জবি রসায়নের প্রতীতি সাহা পেলেন আমেরিকার শীর্ষ ৮ বিশ্ববিদ্যালয়ে ডাক ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা জবি শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

প্রশাসনিক ব্যর্থতাইয়ই QS র‍্যাংকিংয়ে নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম

সারাদেশ সংবাদ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা QS (Quacquarelli Symonds) World University Rankings যারা প্রতি বছর বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর গুন-মান বিবেচনা করে একটি র‌্যাংকিং প্রকাশ করে থাকে।

বিশ্বের অন্যতম পরিচিত ও গ্রহণযোগ্য সংস্থাটি সম্প্রতি ২০২৫ এর বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। কিন্তু নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জবি প্রশাসন র্যাংকিংয়ে যাচাই-বাছাইয়ের জন্য সংস্থাটিতে কোন ধরনের আবেদন করেনি। যা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি ও আন্তর্জাতিক মান থেকে বাইরে রাখার চেষ্টা। এ বিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) একটি স্পষ্ট বিবৃতিতে জবি প্রশাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও জবাবদিহিতা চেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত QS World University Rankings-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো অবস্থান পাওয়া যায়নি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত দপ্তর থেকে এ সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক। এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এটি বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীসমাজের স্বার্থের প্রতি চরম অবহেলা ও দায়িত্বহীনতার নগ্ন বহিঃপ্রকাশ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। QS র্যাংকিংয়ে আবেদন না করা মানে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রতিযোগিতার বাইরে রাখা, যা একপ্রকার অপরাধ হিসেবেই বিবেচ্য। এ ধরনের দায়িত্বজ্ঞানহীনতার ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপ, গবেষণার সুযোগ ও ক্যারিয়ার ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই -এই অপরাধমূলক গাফিলতির দায় যিনি বা যারা নিয়েছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া চলবে না। আমরা অবিলম্বে এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর তদন্তের দাবি জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের উদাসীনতা করার সাহস না পায়। পাশাপাশি আমরা জোর দিয়ে বলছি-সংশ্লিষ্ট ব্যক্তিকে শিক্ষার্থীদের সামনে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতেই হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই এমন অবহেলার শিকার হতে রাজি নয়। প্রশাসনের এহেন অপদার্থতা আর সহ্য করা হবে না। আমরা সতর্ক করে দিচ্ছি-যদি এই ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আমরা শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট