1. news@saradeshsangbad.online : সারাদেশ সংবাদ : সারাদেশ সংবাদ
  2. info@www.saradeshsangbad.online : সারাদেশ সংবাদ :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
জবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা জবির শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান স্থাপন করলো ছাত্রদল নেতা শাহরিয়ার  জবি আইটি সোসাইটির নেতৃত্বে ইমাম-বায়জিত জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের সভাপতি- মাসুদ,সেক্রেটারি -জামিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন জবি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত আমেরিকার শীর্ষ পাঁচ টি ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন জবি রসায়নের শীতল জবি রসায়নের প্রতীতি সাহা পেলেন আমেরিকার শীর্ষ ৮ বিশ্ববিদ্যালয়ে ডাক ইরান-ইসরায়েল-মার্কিন যুদ্ধ  পরবর্তী প্রভাব নিয়ে  জবিতে একাডেমিক আলোচনা

আহবায়ক কমিটি বিলুপ্ত চেয়ে জবি ছাত্রদলের মশাল মিছিল

সারাদেশ সংবাদ
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটির দাবিতে টানা চতুর্থ দিনে মশাল মিছিল করেছে বিদ্রোহীরা। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিজ্ঞান ভবন থেকে মশলা মিছিলটি বের হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে অবস্থা নেয় তারা। মিছিলে প্রায় কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করে।

আন্দোলনকারী নেতা-কর্মীরা বলেন, দলের যেসব নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে নিজের জীবনকে উপেক্ষা করে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করেছে সেসব নেতাকর্মীদের উপেক্ষা করে কমিটি দেয়া হয়েছে। সেন্ট্রাল সভাপতি-সেক্রেটারির সরাসরি অনুসারীদেরকেই কমিটিতে রাখা হয়েছে। বাকিরা দলের প্রতি আনুগত্য ও পরীক্ষীত হলেও তাদের বাদ দেয়া হয়েছে।

বিক্ষোভকারী আতিকুর রহমান তানজিল বলেন, জবি ছাত্রদলের ফ্যাসিবাদী শক্তির মোকাবিলায় সম্মুখে থাকা ও দলের প্রতি আনুগত্যশীলদের বাদ দিয়ে বৈষম্যমুলক কমিটি দিয়েছে। তারেক রহমানের কথা ছিলো মিছিলের শেষ ছেলেটাও যেন একটা পরিচয় পায়। সেই নির্দেশনা মামা হয়নি। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি।

শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিবের অনুসারীদেরই রাখা হয়েছে। আমাদের বাদ দেয়া হিয়েছে কারণ আমরা সেন্ট্রাল সভা-সেক্রেটারির মাই ম্যান না। এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নবম ও এগারোতম ব্যাচের কাউকেও রাখা হিয়নি। এটা স্পষ্ট বৈষম্য। প্রয়োজনে কমিটিতে পদ সংখ্যা বাড়াতে পারতো।

বিক্ষোভে শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী, জাফর মাহমুদ, ইমরান মোল্লা, হান্নান মাহমুদ, মহব্বত হোসেন বাবু, শাহাদাত হোসেন,  নিবির মুন্সি, রাজু আহম্মেদ, আহসান মল্লিক, তুষার পাল, আহমেদ কাউসার আকাশ, মিয়া রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ২৪ ডিসেম্বর ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহবায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট